নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থেকে গ্রেফতার ২, জন।ধৃতরা হল সেখ রিয়াজুল, বয়স ৪৭ বছর, এবং শেখ রিন্টু, বয়স ২৭ বছর, বাড়ির শক্তিঘর থানার বরসূলের তাঁতখন্ড এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ওই দুইজন ট্রাক্টরের করে বালি পাচার করে নিয়ে যাচ্ছিল বেআইনিভাবে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত ওই দুজনকে গ্রেফতার করে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা-রুজু করে মেমারি থানার পুলিশ বলে জানা গেছে।