নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: শুন্যে গুলি চালিয়ে ইলেকট্রিক পাওয়ার হাউসে হানা ২০ জনের সশস্ত্র ডাকাত দলের। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিরাপত্তারক্ষীদের হাত ও মুখ বেঁধে লুটপাট দুষ্কৃতিদের।
ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রতনমালা এলাকায় অবস্থিত গঙ্গারামপুর ইলেকট্রিক ১৩২ কে ভি পাওয়ার হাউসে। প্রায় তিনলক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা বলে অভিযোগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের।
ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ পৌঁছে সাটার ভেঙ্গে সামগ্রী নিয়ে যাওয়া গোডাউন গুলি সিল করেছেন। তবে প্রশ্ন উঠেছে গঙ্গারামপুরের পাওয়ার হাউসের মতো গুরুত্বপূর্ণ সংরক্ষিত জায়গায় কেনো দীর্ঘবছর পরেও লাগানো হয়নি সিসিটিভি ক্যামেরা? এদিন সকাল থেকে শহরের শেষ প্রান্তে এমন ঘটনায় রীতিমতো পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই।
এদিন ডাকাতির ঘটনা শুনে ছুটে আসেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালও। ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।