নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পরভিন বেগম ৩২ বছর বয়সী নামে এক বাংলাদেশি মহিলা কে ধরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: নদিয়ার কৃষ্ণগঞ্জে আবারও বাংলাদেশি গ্রেফতার। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পরভিন বেগম ৩২ বছর বয়সী নামে এক বাংলাদেশি মহিলা কে ধরে ।

ওই বাংলাদেশী মহিলা মুম্বাইতে কবরখানা এলাকায় পরিচারিকার কাজ করত বলে জানায়। সেখানে পুলিসের ধরপাকর হচ্ছে আর সেই ভয়ে পালিয়ে এসেছে।

পুলিশ ওই মহিলার কাছ থেকে ৩ টা মোবাইল,দুটো নতুন ঘরি ,একটি ক্যামেরা একটি আধার কার্ড,একটি প্যান কার্ড , ও কিছু ভারতীয় টাকা উদ্ধার করে। গত ৮ মাস আগে উত্তর ২৪ পরগনার বনগা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভরতে আসে।

আটক হওয়া মহিলার মূল উদ্দেশ্য ছিল কোনো অসদ উপায়ে বাংলাদেশে ফেরত যাওয়া। কিন্তু তার আগেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার ,কালিয়া থানার কেরলিয়া গ্রামে বাড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে এদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 1 =