নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার তালপুকুর এলাকায় ডাকাতদের সর্দার সেলিম ওস্তাগারকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় রাজ্যের সাতটি জেলায় বর্ধমান,আরামবাগ, বিধাননগর,শান্তিপুর সহ একাধিক এলাকায় ডাকাতি ছিনতাই রাহাজানি চালাত এই ডাকাতের দল।
রাজ্যের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে এই দুষ্কৃতির বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে কয়েকজন দুষ্কৃতী কে গ্রেফতার করে,তাদের কাছ থেকে জানতে পারে ডাকাত দলের সরদারের বাড়ি হাসনাবাদ থানার তালপুকুর এলাকায়।
তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে পাঁচ লিটার তরল মাদক ও ৫০ বতল ফেনসিডিল সহ ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত রোড থেকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।