তবে সত্যিকারের তারাপীঠ মন্দির গঙ্গাসাগরে উঠে আসেনি, গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে তারাপীঠের তারামা রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী।
তিনি তারাপীঠের মা কালীর বহুরূপী সাজে সেজে পুণ্যার্থীদের আশীর্বাদ দিচ্ছেন। গঙ্গাসাগরে এসে তারাপীঠের মা কালীর দর্শন পেয়ে খুশি পুণ্যার্থীরা। মা কালীর সঙ্গে চলছে, পুণ্যার্থীদের দেদার সেলফি।
স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামীকে ঘিরে রয়েছে পুণ্যার্থীরা, ছবি তোলার হিরিক পড়ে গিয়েছে পুণ্যার্থীদের। পুণ্যার্থীদের প্রণামীতে চলছে রুজি রুটি। এ বিষয়ে বহুরূপী শান্তি গোস্বামী তিনি জানান, রুজি রুটির টানে বহুরূপী সেজে পুণ্যার্থীদের মনোরঞ্জন করছি।
পুণ্যার্থীদের তরফ থেকে ভালোবাসা পাচ্ছি। পুণ্যার্থীদের প্রণামিতে চলছে উপার্জন। ইতিমধ্যেই গঙ্গাসাগরে বহু পুন্যার্থীরা এসেছে কিন্তু এখনো বহু পুণ্যার্থী আসা বাকি রয়েছে। উপার্জনের টানে নবদ্বীপের স্বরূপগঞ্জ থেকে গঙ্গাসাগরে এসেছি। গঙ্গাসাগর মেলা শেষ হলে আবারও পরিবারের কাছে ফিরে যাব। গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের প্রণামী উপার্জনেই চলবে আমার পরিবার।