কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১১,জানুয়ারি :: মানিকচকের শিবনটোলা গ্রামে বৈদ্যুতিক খুঁটি বসাতে বাধা গ্রামবাসীদের। ফলে আনুমানিক আধঘন্টা ধরে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ ১১ হাজার ভল্টার বৈদ্যুতিক খুঁটি বাড়ির গা ঘেসে বসানো হচ্ছে।
তাই বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটি বসাতে বাধা দেন গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ।বাঁধের উপরে বসবাসকারী বেশিরভাগই কুঁড়েঘর বা ঘাসের তৈরি কুড়ে ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে আশঙ্কা স্থানীয়দের।এমনকি প্রাণের ঝুঁকি হতে পারে।বাঁধের নিচে ফাঁকা জায়গা রয়েছে সেদিক দিয়ে তার নিয়ে যাওয়া হোক দাবি স্থানীয় বাসিন্দাদের।