নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রবিবার :: কলকাতা ১২,জানুয়ারি :: তীর্থ নগরী নবদ্বীপে আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানার হদিশ। গ্রেপ্তার দুষ্কৃতী-উদ্ধার অস্ত্র তৈরির সরঞ্জাম। ফের বড়সড় সাফল্য নবদ্বীপ থানার। দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা চালানোর অভিযোগের নবদ্বীপ থানার মাঝেরচড়া এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আইসি জলেশ্বর তেওয়ারির নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতীর নাম সাঞ্জুর শেখ। তার বাড়ি মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝেরচড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম।
শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম কুমার ঘোষ। শনিবার সন্ধ্যায় নবদ্বীপ থানায় ডিএসপি ডিএন্ড টি এম রহমান ও নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারিকে পাশে নিয়ে
কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম কুমার ঘোষ সাংবাদিক সম্মেলন জানান ,পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝেরচড়া এলাকার বাসিন্দা দুষ্কৃতী সাঞ্জুর সেখ দিনমজুরের আড়ালে নিজের বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা খুলে বসেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে পুলিশকে সাময়িকভাবে দুষ্কৃতীর পরিবারের বাধার মুখে পড়তে হয়,পরে সেই বাধা সরিয়ে দুষ্কৃতী সাঞ্জুর সেখের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ ।
পাশাপাশি এই কাজে যুক্ত থাকার অভিযোগে সাঞ্জুর সেখকে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছিল দুষ্কৃতী সাঞ্জুর শেখ।