স্বামীজীর ১৬৩ তম জন্ম দিবস উপলক্ষে সকাল থেকে প্রভাত ফেরি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে উদযাপিত হচ্ছেl

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১২,জানুয়ারি :: বসিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবন ১০টি ব্লকের সকাল থেকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জন্ম দিবস উপলক্ষে সকাল থেকে মহাসমারোহের মধ্য দিয়ে এই দিনটি পালন হচ্ছে ।

বসিরহাট কাছারিপাড়া বিবেকানন্দ মোড় থেকে আজকে স্বামীজীর ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই দিনটা উদযাপিত করলেন তারপরে বিবেকানন্দর আবক্ষ মুক্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্য দানের দানের মধ্য দিয়ে| এই দিন পালন করলেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে কলেজ পড়ুয়া সমাজের বিশিষ্টজনেরা, সেই ছবি দেখা গেল বসিরহাট শহর প্রান কেন্দ্রের বিভিন্ন মোড়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =