নাকা চেকিং এ অভিনব উদ্যোগ জাঙ্গিপাড়া থানার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জাঙ্গিপাড়া :: রবিবার ১২,জানুয়ারি :: হেলমেট বিহীন মোটর সাইকেল যাত্রীদের হাঁটিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার বিধান । এই অভিনব পদ্ধতির উত্তরে জাঙ্গিপাড়া থানার ওসি জানান নাকা চেকিং মানুষের স্বার্থে ।

মানুষকে হয়রানি বা আর্থিক জরিমানা করা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয় । জনগণ যাতে সচেতন হন। দুর্ঘটনা তে প্রাণ বলি কম করা তথা চোরাচালান, বেআইনি অস্ত্র তথা অপরাধ দমনই প্রধান উদ্দেশ্য নাকা চেকিং এর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =