নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বার্নপুর :: রবিবার ১২,জানুয়ারি :: ইস্কো টাউন সার্ভিস দপ্তরের সামনে ইস্কো সাফাই কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। কৃপান হেলা, কুন্তী হেলারা জানায় তারা ইস্কোর বিভিন্ন জায়গায় জঞ্জাল পরিস্কার করে আসছে বংশপরম্পরায়
তাদের জন্য নরসিং বাঁধে কোয়ার্টার দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে ইস্কো কতৃর্পক্ষ তাদের কোয়ার্টার খালি করতে বলছে তাদের দাবি ইস্কো কতৃর্পক্ষকে তাদের অন্য জায়গায় কোয়ার্টার দিতে হবে এবং যতক্ষণ না তাদের কোয়ার্টার দেওয়া হবে ততক্ষণ তারা কোয়ার্টার খালি করবে না।