অতিরিক্ত স্নানঘাট নির্মাণের জন্য খাল পাড় থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ জেলা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ১২,জানুয়ারি :: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৫। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা ইতিমধ্যেই মোক্ষ লাভের আশায় ভিড় জমিয়েছে গঙ্গাসাগরের। পুণ্যার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে অতিরিক্ত অস্থায়ী স্নানঘাট।

স্নানঘাট নির্মাণের জন্য স্থানীয় বেগুয়াখালী খাল পাড় থেকে মাটি কেটে নির্মাণ করা হয়েছে অস্থায়ী স্নান ঘাট। স্থানীয় খালপাড়ের মাটি কেটে নেওয়ার কারণে সমস্যায় পড়েছে বেগুয়াখালী এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সাগরের মোহনায় অবস্থিত এই বেগুয়াখালী বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়।

ভাঙন মোকাবিলায় কয়েক বছর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেগুয়াখালী এলাকায় লাগানো হয়েছিল ম্যানগ্রোভ। কিন্তু ম্যানগ্রোভ লাগানোর পর সম্প্রতি ঘূর্ণিঝড় দানায় খালপাড়ে অবস্থিত ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নদী বাঁধ উঠছে নদীর নোনা জল প্লাবিত করেছে গোটা এলাকাকে।

এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাবাসীরা। এলাকাবাসীদের আরো দাবি বারবার প্রশাসনকে এই খালের মাটি না কাটার জন্য অনুরোধ করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ভুরুক্ষেপ না করে পুলিশের উপস্থিতিতে এই খালপাড়ের মাটি কেটে নেয়া হয়েছে। এর ফলে বেগুয়াখালীর খালের পার অতি দুর্বল হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 17 =