নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: রবিবার ১২,জানুয়ারি :: সন্দেশখালি তে অনেক সন্দেশ পাওয়া যায় সন্দেশখালি মানুষের দাবি মেনে ২০২৪ এর ৩০ শে ডিসেম্বর সন্দেশখালি মিশন মাঠে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন
সেখানে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সন্দেশখালি তে অনেক নাকি সন্দেশ পাওয়া যায় খেজুরের রসের নলেন গুড়ের পাটালি নলেন গুড়ের সন্দেশ পাওয়া। এখানে যাতে একটা মিষ্টি হাব করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি ।
সেই কথামতো রবিবার উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রশাসনিক কর্তারা সন্দেশকালীর বিডিও অফিস সংলগ্ন বেশ কয়েকটি জায়গা সরজমিনে খতিয়ে দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার দু সপ্তাহের মধ্যে সন্দেশখালিতে মিষ্টি হাবের, জায়গা দেখতে প্রশাসনিক কর্তারা।