কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১২,জানুয়ারি :: কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে দুলাল সরকার কে স্মরণ করলো শাসক বিরোধি নেতা নেত্রী এবং মন্ত্রীরা। আজ মালদা শহরের পল্লীশ্রী ময়দানে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল।
আর এই মঞ্চেই নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হয়েছিল রাজ্যের শাসকদল এবং বিরোধী শিবিরের নেতাকর্মীরা। এক মঞ্চেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক সাবিত্রী মিত্র থেকে শুরু করে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালি সদন রাইট এবং বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষরাও।
কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে নিহত তৃণমূল কাউন্সিলরের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায় শাসক এবং বিরোধী শিবিরের নেতা মন্ত্রীদের। উল্লেখ্য ২ তারিখের সকালে নিজের ওয়ার্ডেই নৃশংসভাবে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার।