নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মইপিঠ :: সোমবার ১৩,জানুয়ারি :: অবশেষে বাঘ বন্দী খেলার অবসান বনদপ্তর এর পাতা জালে ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার। গত এক সপ্তার মধ্যে তিনবার কুলতলী ও মইপিট এলাকায় হানা দিয়েছে সুন্দরবনের দক্ষিণ রায়। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা এলাকাবাসী।
বনদপ্তর এর পক্ষ থেকে বাঘটিকে বারবার জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হলেও পুনরায় সেই রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লোকালয়ে। সম্প্রতি এক সপ্তাহের নধ্যে তিনবার বাঘের হানা মৈপিঠে। কিশোরিমোহনপুর এলাকায় ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ।
মৈপিঠে বাঘের খাঁচা তোলা হচ্ছে :: নিজস্ব চিত্র
ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তর। দক্ষিন চব্বিশ পরগনার বিভাগীয় বনদপ্তরের আধিকারিক নিশা গোস্বামী জানান ইতিমধ্যেই ১ কিলোমিটার মত জায়গা ঘেরা হয়েছে।
আজ সকালে মৈপিঠের কিশোরিমোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বাসিন্দারা। এবারও আজমলমারির জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয়ে বলে জানা গিয়েছে। মুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসায় আতঙ্ক।
ডিএফও নিশা গোস্বামী জানান, বাঘকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ায় প্রধান লক্ষ্য ছিল বাঘটি পুনরায় ফিরে আসার কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। এরপর বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় অবশেষে সে খাচায় বন্দি হয় দক্ষিণ রায়। বাঘটি খাঁচা বন্দী হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসীরা।