সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: সোমবার ১৩,জানুয়ারি :: কচুবেড়িয়া এলাকায় সুন্দরবন পুলিশ জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কচুবেড়িয়া আশ্রম মোড়ের কাছে সুন্দরবন পুলিশ জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় হতাহত কোন খবর মেলেনি কিন্তু এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু অস্থায়ী ঘর ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তব্যরত পুলিশকর্মীরা, ডিউটিতে থাকার সুবাদে হতাহত কোন খবর মেলেনি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশকর্মীরা।
ঘটনাস্থলে পুলিশ কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য হাত লাগায়। দমকলের প্রাথমিক অনুমান অস্থায়ী ওই পুলিশ ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থাকার কারণে কোনো কারণবশত গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক অর্থে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে পুলিশকর্মীরা এমনটাই মনে করছে স্থানীয়রা।