নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৩,জানুয়ারি :: শ্বশুরবাড়ি থেকে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার । মৃত গৃহবধূর নাম অনিতা মালিক বয়স ৪৮ বছর। মৃতার শ্বশুর বাড়ি কালনা থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপলতি গ্রামে। গৃহবধুর বাপের বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন মৃতার সারা শরীরে মারের দাগ রয়েছে।
তাদের ধারণা তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কালনা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়।