নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৩,জানুয়ারি :: দীর্ঘ আটদিন নিখোঁজ থাকার পর গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা মৃতদেহ। ফোনে অচেনা নাম্বার থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণের মেসেজ আসার একদিনের মধ্যেই উদ্ধার দেহ। মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য।
আত্মহত্যা নাকি খুন।ধন্দে পরিবার। পূর্ণাঙ্গ তদন্তের দাবি। কান্নায় ভেঙে পড়েছে আত্মীয়-স্বজনেরা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগত (২০)। গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজ যাওয়ার উদ্দেশ্যে। কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট।তারপর সেখান থেকে দুমকায় কলেজে যেত।
মালদা টাউন স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু তারপর নিখোঁজ। ফারাক্কা স্টেশনের সিসিটিভি থেকে দেখা যায় সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে গেছিল এই ছাত্রী। এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল। কিন্তু তারপর আর কোন খোঁজ ছিল না।
তার পরিবারে অচেনা একটি নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে বলা হয় তাদের মেয়ে কোথায় আছে তারা বলতে পারবে যদি ২ লক্ষ টাকা দেওয়া হয়। তারপর এই দিন ফারাক্কার শংকরপুর ঘাট থেকে উদ্ধার দেহ। কি এমন হয়েছিল যে ফারাক্কায় তাকে নামতে হয়েছিল। সম্পর্কের টানাপড়েন নাকি অন্য কোন কারণ।উঠছে একাধিক প্রশ্ন?