নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৩,জানুয়ারি :: কন্যাশ্রী টাকা হজম, এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকাই গায়েব। এ বিষয়ে কিছুই জানেনা কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা। তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক একাউন্ট। সবকিছুই ভুয়ো বলে জানান তারা।
আর গোটা বিষয়টা নিয়েই তোলপাড় স্কুল, আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা। অভিযোগ স্কুলের সহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক ১৪জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছন মানিকচক থানায়। এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে।
বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে। জনপ্রকাশ্যে আসে এবং সঠিক বিচার পায় তাই আবেদন রেখেছেন তিনি।