নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ী :: সোমবার ১৩,জানুয়ারি :: অদ্ভুত দর্শন ছাগল ছানার জন্ম হলো হলদিবাড়ীতে। ঘটনাটি ঘটেছে হলদিবাড়ী ব্লকের দক্ষিণে ফিরিঙ্গিরডাঙ্গা এলাকায়। ফিরিঙ্গিরডাঙ্গা এলাকার বাসিন্দা বেলাল সরকারের বাড়িতে,শনিবার সকালে এই অদ্ভুত দর্শন ছাগল ছানাটির জন্ম হয়।
জন্মানোর পরেই এমন অদ্ভুত দর্শন ছাগল ছানাটিকে দেখতে ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। অভিজ্ঞ মহলের ধারণা জিনগত ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটে, এছাড়াও বংশগতি সংক্রান্ত কিছু ত্রুটি কারণেও এই অস্বাভাবিক শিশুর জন্ম সব স্তন্যপায়ী জীবের ক্ষেত্রেই ঘটতে পারে।