নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: সোমবার ১৩,জানুয়ারি :: দেশীয় আর্মস তৈরির বেআইনি কারখানার হদিস, ঘটনাস্থল থেকে উদ্ধার দেশীয় পিস্তল তৈরির সরঞ্জাম, গ্রেফতার এক। ঘটনাটি নবদ্বীপ থানার মাঝেরচর এলাকার। জানা যায় মাঝেরচর মহিশুরা এলাকার অভিযুক্ত সেঞ্জু শেখ দীর্ঘদিন ধরেই দেশীয় পিস্তল তৈরির কাজে যুক্ত ছিল।
পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ। হানা দিয়েই চক্ষু চড়ক গাছ পুলিশের। বাড়ি ভর্তি ছিল বেআইনি আর্মস তৈরির সরঞ্জাম। অভিযুক্ত সেঞ্জু শেখের বিরুদ্ধে এর আগেও নবদ্বীপ থানা এবং কালনা থানায় একাধিক অভিযোগ ছিল। ওই পিস্তল তৈরির সরঞ্জাম সহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই সরঞ্জাম সে কোথা থেকে পেল। এর সঙ্গে অন্য কোন গ্যাং যুক্ত আছে কিনা। পাশাপাশি যে পিস্তল গুলি তৈরি করত সেগুলো কোথায় বিক্রি করতো। মূলত সেই বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।
এই চক্রান্তের সঙ্গে শুধুমাত্র অভিযুক্ত সেঞ্জু শেখ রয়েছে নাকি এই জেলার আরো অনেকে জড়িত তাও জিজ্ঞাস করে জানার চেষ্টা করছে পুলিশ।