নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ১৩,জানুয়ারি :: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৫। রঙিন আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের সুবিধার্থে এবার কিউআর কোডের ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন। কিউআর কোড এর মাধ্যমে গঙ্গাসাগর মেলার খুঁটিনাটি জানতে পারবে পুণ্যার্থীরা।
সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন গঙ্গাসাগর মেলার দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ আবাসন ও যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ এর মন্ত্রী অরূপ বিশ্বাস। গঙ্গাসাগর মেলা নিয়ে মেলা অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন অরূপ বিশ্বাস ।
এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী পুলক রায় , অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা বিভাগের মন্ত্রী সুজিত বসু ও সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা ও ।
সাংবাদিক সম্মেলন করে অরূপ বিশ্বাস জানান, বেনারসের আদলে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি সাগর প্রবচন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।