নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: দীর্ঘ দীন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে আসানসোল পুরনিগমের (৬৪)নাম্বার ওয়ার্ডে কুলটি শিমুলগ্রাম এলাকায়। আর এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এলাকায় জল সমস্যা বিষয় য়ে বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী ।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদএর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী
জানা যায় কুলটি সেল গ্রোথ ওয়ার্কস(ইস্কো )কারখানার পক্ষ থেকে এলাকায় পানীয় জল পরিষেবা দেওয়া হতো কিন্তু সেই পানীয় জল এলাকার মানুষ পাচ্ছেনা বলে এলাকার সাধারণ মানুষের অভিযোগ এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষদের । যদিও সমস্যার বিষয়টি নিয়ে সমাধানের কথা বলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদএর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি