নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: বোমা ফেটে আহত হল এক শিশু । ঘটনা টি ঘটেছে মাথাভাঙ্গা হাজরা হাট বালাসি এলাকায়। আহত শিশু মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায় মাথাভাঙ্গা হাজরা হাটের বালাসী এলাকায় নদীর চড়ে বল ভেবে বোমায় হাত দেয় ওই শিশু তখন এই ঘটনা ঘটে। তবে সেখানে বোমা কোথা থেকে এল তা নিয়ে উঠছে প্রশ্ন ।