নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: আগুনে পদম বাহাদুর থাপা নামে এক ব্যক্তির তিনতলা কাঠের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আশপাশের তিনটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।। ফায়ার সার্ভিসের বিশেষ তৎপরতার কারণে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পর্যন্ত যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় সরিয়ে নিতে ট্রাফিক ইউনিটকে নির্দেশ দেন।