নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: মালদার মানিকচকের মথুরাপুরের যুবকবৃন্দের উদ্যোগে শুরু হল এক জমজমাট ক্রিকেটর টুর্নামেন্ট।, যার নাম মথুরাপুর প্রিমিয়ার লিগ। সোমবার তিনদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন মালদা জেলাপরিষদের প্রাক্তন সভাপতি গৌড় চন্দ্র মন্ডল।
গৌড় চন্দ্র মন্ডল বলেন যুব সমাজকে মাঠ মুখি করতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।সোমবার বিকাল নাগাদ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন ফিতা কেটে এবং ব্যাটে বল মেরে খেলার আরম্ভ করেন। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ প্রাক্তন সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।
মথরাপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অজিত ঘোষ ছোটন পোদ্দার ওরফে চন্দন,বংশি লাল মন্ডল সহ আরো অনেকে।বিভিন্ন রাজ্য থেকে ক্রিকেট টিম খেলায় অংশগ্রহণ করে।খেলা দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়।