নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: ঝাড়খণ্ডের আইডি হ্যাক করে অবৈধ উপায়ে চলছিল জাল আধার কার্ড তৈরির কাজ। সেই জাল আধার কার্ড চক্তের মুল পান্ডা মনোজ কুমার মন্ডল সহ ৩ জন আধার ও প্যান কার্ড জাল চক্তের পান্ডা কে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সুতি থানা পুলিশ।
সুতির চাঁদনীচক ও বড় কাঁকড়ামারি থেকে গ্রেপ্তার জাল আধার চক্তের পান্ডারা। বাংলাদেশ সীমান্ত অবৈধ উপায়ে ঝাড়খণ্ডের আধার ইনরোলমেন্ট আইডি ব্যাবহার করে বড় সড় চক্র চালাচ্ছিল মনোজ কুমার মন্ডল, ইসমাইল সেখ ও আকবর আলিরা।
জাল আধার কার্ড চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করতেই উঠে আসে বড় সড় জাল আধার চক্রের হদিস। ইতিমধ্যে জাল আধার কার্ড তৈরির মেসিন, ফিংগার প্রিন্ট মেসিন সহ বেশ কিছু জাল আধার ও জাল প্যান কার্ডও উদ্ধার করেছে সুতি থানার পুলিশ ।