নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেছেদা :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: পূর্ব মেদিনীপুরের মেছেদা ইসকন মন্দিরে অনুষ্ঠিত হলো পুষ্পাভিষেক। পুরান মতে মকর সংক্রান্তির সময় গোপ গোপীনিরা শ্রীকৃষ্ণ কে ঘিরে পুষ্প বৃষ্টি করেছিলেন। আর সেই থেকে পুষ্প অর্থাৎ পুষ্পাভিষেক উৎসব অনুষ্ঠিত হয়ে আছে।
আর সেই প্রথা মেনেই আজ মেচেদা ইসকন মন্দিরে অনুষ্ঠিত হয় এই উৎসব। জগন্নাথ দেব বলদেব সুভদ্রা দেবীকে রাজবেশে সাজিয়ে বিশেষ পূজা অর্চনা হয়। মন্দিরের সমস্ত ভক্তরা পুষ্প নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করেন। জগন্নাথ দেবের উদ্দেশ্যে বিভিন্ন রকম পিঠেপুলি মিষ্টান্ন অর্পণ করা হয়। পুজোর শেষে সমস্ত ভক্তদের খিচুড়ি এবং পিঠে পুলি প্রসাদ ও অর্পণ করা হয়।