সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: কুলতলীর মৈপীঠে লোকালয়ের কাছে চলে আসা বাঘকে রবিবার রাতে খাঁচাবন্দি করেছিল বন দফতর। সোমবার তাকে ওই এলাকা থেকে বেশ কিছুটা দূরে সুন্দরবনের ধুলিভাসানি জঙ্গলে ছেড়ে দেওয়া হলেও আতঙ্ক গেল না গ্রামবাসীর।
কারণ, ফের অন্য একটি বাঘের পায়ের ছাপ মিলেছে মৈপীঠের গৌড়ের চকে। মৈপিঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গৌড়ের চক এলাকায় নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে ৷ আজমলমারির ১ নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ এসেছে দাবি গ্রামবাসীদের ৷
বিষয়টি তারা ইতিমধ্যে জানিয়েছেন বনদফতর ও পুলিশকে ৷ খবর পেয়েই বনদফতরের লোকজন এসে জঙ্গল ঘেরার কাজ শুরু করেছে ৷ সকালে এলাকার বাসিন্দারা নদীর পাড়ে গরু বাঁধতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা ৷
এলাকার বাসিন্দা বলেন বাঘটিকে খাঁচাবন্দী করে যেন গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয় ৷ রাতে তারা বাড়ি থেকে ভয়ে বের হতে পারছেন না ৷ কয়েকদিন আগেই এই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছিল ৷ ফের নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ৷
ইতিমধ্যে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ প্রায় ১ কিলোমিটার জঙ্গল এলাকার তিনদিক জাল দিয়ে ঘিরে ফেলেছে বনদফতর। বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, “ধরা পড়া বাঘটিকে সফল ভাবে অন্য জঙ্গলে ছাড়া হয়েছে।
নতুন করে পায়ের ছাপ দেখা গিয়েছে বলে খবর এসেছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। বনকর্মীরা আছেন। নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।