বাবা মায়ের কুড়ি বছরের স্বপ্ন পূরণ করলেন ছেলে, সাগরে এসে হল পুণ্য লাভের আশা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: দীর্ঘদিন ধরেই বাবা ও মায়ের ইচ্ছে ছিল একবার গঙ্গাসাগর আসবেন তাঁরা। কিন্তু শারীরিক অসুস্থতা ও নানা সমস্যার কারণে গঙ্গাসাগরে আসাই হচ্ছিল না তাঁদের। তবে এবার ছেলে গৌরি শঙ্কর সাধু নিজের বয়স্ক বাবা ও মাকে নিয়ে এসেছেন গঙ্গাসাগরে।

সুদূর ছত্তিশগড় থেকে মাকে হুইল চেয়ারে বসিয়ে কপিলমুনির দর্শন ও সাগর স্নান করাতে নিয়ে এসেছেন তিনি। দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে গৌরিশঙ্করের বাবা ও মায়ের ইচ্ছে ছিল একবার হলেও মকরসংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে এসে তাঁরা মকরস্নান করে পুণ্য অর্জন করবেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই সুযোগ হচ্ছিল না।

বিগত কয়েক বছর এই মকর সংক্রান্তি তিথিতে মায়ের শরীর ও খারাপ থাকছিল সে ভাবে কথা বলতে পারেনা মা শুধু মাত্র মায়ের মনের জোর কে সঙ্গী করে তারা এসেছেন গঙ্গাসাগর এ। কিন্তু এ বছর মা একটু সুস্থ হতেই মা ও বাবাকে সাথে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন গৌরিশঙ্কর। শেষ পর্যন্ত এই পুণ্যভূমিতে আসতে পেরে যথেষ্ট খুশি তিনি।

খুশি তাঁর বাবা-মাও। এখানেই আগামী দুদিন থেকে পুণ্যস্নান সেরে বাবা কপিলমুনির মন্দিরে পুজো দেবেন পরিবারের সকলের মঙ্গল কামনায়। এরপর রওনা দেবেন বাড়ির উদ্দেশ্যে। বাবা চলাফেরা করতে পারলেও মা ভীষণ অসুস্থ, তাই তাঁকে হুইল চেয়ারে বসিয়েই তীর্থে নিয়ে এসেছেন গৌরিশঙ্কর। তার পাশাপাশি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে খুশি ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =