গঙ্গাসাগরে আগত তীর্থ যাত্রীদের নিরাপত্তা দিতে জুটি বেঁধেছে সারমেয় বঙ্কো এবং ম্যাক্সি

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্য স্নানের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা। দেশে মহা কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা।

প্রতিবছর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গন এলাকায় মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ্যধিক পুণ্যার্থীরা গঙ্গাসাগরে ছুটে আসে। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে জেলা প্রশাসন।

স্থলভাগে প্রায় কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয় তেমনি আকাশপথে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। জলপথে হোভারক্রাফট , স্পিডবোট এবং লাইফ বোট এর মাধ্যমে নজরদারি চালানো হয়।

জলভাগের নিরাপত্তার দায়িত্বভার নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় নৌ বাহিনী এবছর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে দুটি প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়কে নিয়ে আসা হয়। ২৪ ঘন্টা গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে টহল দিয়ে নজরদারি করছে বস্কো ও ম্যাক্সি জলপথে নজরদারি চালাচ্ছে।

এর পাশাপাশি, এই গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পর্যটক ও শ্রদ্ধালুরা যাতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে স্নান পর্ব সেরে ফিরতে পারেন তার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে প্রশাসন। অনুমানিক কয়েক লক্ষ মানুষ এর সমাগমে প্রত্যেক বছরই গঙ্গাসাগরে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =