সংক্রান্তির পুণ্যক্ষণে সৈকত নগরী দীঘাতেও দেখা গেল অভূতপূর্ব এক ছবি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বুধবার ১৫,জানুয়ারি :: বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় বরাবরই উপরের দিকেই থাকে সৈকতনগরী দীঘা। দিঘার আনাচ-কানাচ বাঙালির বড্ড চেনা। কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ফাঁক পেলেই বাঙালির একটি বড় অংশ আজও দীঘায় পাড়ি জমান।

মকর সংক্রান্তিতে এই দীঘাতেই দেখা গেল দারুণ এক ছবি। দীঘার সমুদ্র সৈকতের এমন রূপ দেখে হতবাক এলাকার ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকে।

আজ মকর সংক্রান্তি। সূর্যদেবকে প্রণাম করে পুণ্যর্জনের মহতী ছবি রাজ্যের দিকে-দিকে। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুন্যার্থীর উপচে পড়া ভিড়। সংক্রান্তির পুণ্যক্ষণে সৈকতনগরী দীঘাতেও দেখা গেল অভূতপূর্ব এক ছবি। যা দেখে হতভম্ব এলাকার ছোট-বড় ব্যবসায়ী, হোটেল মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।

মকর সংক্রান্তির পুণ্য তিথিতে বিপুল ভিড় দীঘায়  সমুদ্র সৈকতে যেন জনপ্লাবন। কাতারে কাতারে পর্যটকের উপচে পড়া ভিড়ে সৈকত নগরী দীঘা গমগম করছে। সোমবার সকালে নিউ দীঘার সমুদ্র সৈকতে থিক থিকে ভিড়। বিপুল ভিড়ে ঠাসা দীঘার সি-বিচে গা গলানোর উপায় নেই। দীঘার সমুদ্র সৈকতে এদিন পুণ্যস্নান সরাতে দেখা গেল পর্যটকদের অনেককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − one =