মকর সংক্রান্তিতে পুণ্যার্থীদের ভিড় দামোদরে, ঠান্ডা উপেক্ষা করেই ডুব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা/জামালপুর :: বুধবার ১৫,জানুয়ারি :: মকর সংক্রান্তিরতে পূণ্য স্নান করতে গঙ্গাসাগর কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেছিলেন অজয় নদীর ঘাটে। তবে দামোদরেও দেখা গেল মকর সংক্রান্তির পূণ্য স্নান।

মকর সংক্রান্তির ভোরে প্রচুর মানুষ কাঁকসার সিলামপুরে মকর সংক্রান্তির স্নান করার ভিড় জমিয়েছিলেন। প্রত্যেক বছরই পূর্ব বর্ধমান জেলার জামালপুরের দামোদর নদের এই ঘাটে পুণ্যার্থীদের ভিড় জমে পূণ্য স্নান করার জন্য।মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার জামালপুরে উপর দিয়ে বয়ে যাওয়া দামোদর নদে মকর স্নান করার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা।

বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য এই দিন বিশেষ পূজা অর্চনা করে থাকেন। আজ এবং কাল চলবে এই বিশেষ স্নান কাল সকাল থেকে হাজার হাজার মানুষ আসবেন বলে জানান স্থানীয়রা। বসেছে বিশাল মেলা।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, অপ্রীতিকর ঘটনা এড়াতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও নদে স্নানের সময় যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =