নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বুধবার ১৫,জানুয়ারি :: মাছের মেলা হুগলি জেলার দেবানন্দপুরের কেষ্টপুর গ্রামে অনুষ্ঠিত হয়, যা প্রায় ৫১৭ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর পৌষ সংক্রান্তির পরের দিন, অর্থাৎ পয়লা মাঘে, এই মেলা আয়োজিত হয়। এটি ‘উত্তরায়ণ মেলা’ নামেও পরিচিত, কারণ এই সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয়।
মেলায় চুনোপুটি থেকে শুরু করে ৫০ কেজি পর্যন্ত বড় বড় মাছ পাওয়া যায়। রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা, চিংড়ি, টুনা, শঙ্কর মাছসহ নানা প্রকারের মাছ এখানে বিক্রি হয়। দূর-দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা এখানে আসেন এবং বিভিন্ন সামুদ্রিক ও মিঠা জলের মাছের পসরা নিয়ে বসেন। মাছের দাম সাধারণত ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা প্রতি কেজি পর্যন্ত হয়।
মেলার উৎপত্তি সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী সন্ন্যাস গ্রহণের পর বাড়ি ফিরে এলে, তাঁর পিতা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষদের খাওয়ানোর আয়োজন করেন। গ্রামবাসীরা কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
রঘুনাথ দাস গোস্বামীর নির্দেশে বাড়ির পাশের আম গাছ থেকে জোড়া আম এবং জলাশয় থেকে জোড়া ইলিশ পাওয়া যায়, যা দেখে সবাই অবাক হন। সেই থেকেই এই মেলার প্রচলন শুরু হয়।