নদিয়ার সীমান্তের চাষীকে অপহরণ করল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বুধবার ১৫,জানুয়ারি :: নদিয়ায় সীমান্তে নিজের জমিতে চাষের কাজ করার সময় এক কৃষককে আটক করার অভিযোগ উঠল বাংলাদেশি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার চাপড়া থানার ভারত বাংলাদেশ হৃদয়পুর সীমান্তে।

এলাকার চাষী নূর হোসেন সেখ নামে এক ব্যক্তি বিএসএফকে জানিয়ে এবং আঁধার কার্ড জমা রেখে চাষের কাজ করতে গেছিল। তখনই অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি সীমান্তরক্ষীরা তাকে অপহরণ করে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে কাঁটা তারের ওপারে ‌নিজের ভুট্টা জমিতে কাজ করছিল সীমান্তবর্তী হৃদয়পুর গ্রামের বাসিন্দা নূর হোসেন সেখ। প্রতিদিন দিনের মতো এদিন ও নিজের জমিতে গিয়েছিল বিএসফের অনুমতি নিয়েই।

এর আগে এরকম পরিস্থিতি ছিল না। সীমান্তের গেটে আধার কার্ড ভোটার কার্ড জমা রেখে টিপ ছাপ দিয়ে তল্লাশি চালিয়ে বিএসএফ কাঁটাতারের ওপ্রান্তে চাষের জমিতে চাষ করতে যাওয়ার অনুমতি দিত এবং সময় বেঁধে দিত ঠিক একইভাবে চাষাবাদ করে আসার পর যাবতীয় শংসাপত্র ফেরত দিয়ে দেওয়া হতে চাষীদের।

এভাবেই প্রতিনিয়ত চাষাবাদ করে আসতো সীমান্তের চাষীরা। কিন্তু হঠাৎ করে এইরকম পরিস্থিতির শিকার হবে সেটা কখনোই ভাবতে পারেনি ভারত বাংলাদেশ সীমান্তের চাষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =