সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৫,জানুয়ারি :: ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পথ অবরোধ। প্রসঙ্গত জানা গেছে সম্প্রতি দুর্বিষহভাবে পাঁচ বছরের এক শিশু মৃত্যুর ঘটনা ঘটে।বেপরোয়া ভাবে গাড়ি চালানোর বলি হয় ছোট্ট শিশুটি।
ইতিপূর্বে ইস্টার্ন বাইপাসে পথবাতি এবং যানবাহন নিয়ন্ত্রণের জন্য বারবার আন্দোলন করা হয়।ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন দুপুরে ভারির মোড় এলাকায় পথ অবরোধ করা হয় উপস্থিত ছিলেন বিধায়িকা শিখা চ্যাটার্জি সহ অনেকেই। বিধায়িকা জানান অবিলম্বে ইস্টার্ন বাইপাসে পথে ব্যবস্থা করতে হবে, ব্যারিকেট করতে হবে, সিগন্যালিং ব্যবস্থা করতে হবে।