ইসলামপুরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ধারালো অস্ত্র দিয়ে পুলিশ অফিসার কে কোপ আসামির , অল্পের জন্য প্রানে বাচলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: বৃহস্পতিবার ১৬,জানুয়ারি :: ইসলামপুরের পর এবার নরেন্দ্রপুর থানার পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে ধারালো অস্ত্রের কোপ। আহত পুলিশ অফিসারের নাম শান্তনু ব্যাধ।তিনি নরেন্দ্রপুর থানার এস আই। অল্পের জন্য প্রান রক্ষা, তবে ঘটনায় এসআই শান্তনু ব্যাধ গুরুতর আহত। তাকে উদ্ধার করেন বাকি পুলিশ কর্মীরা।

২০২২ সালের শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয় নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্য নগর এলাকার তিনজনের নামে । বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে অভিযুক্ত তিন আসামি পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নীলরতন পাল ৭৬, সৌম পাল, (বাবু) ২৩ ও শ্যামল পাল (বাপি) ৪১ নামে এই তিনজন।

অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপর হামলা হয়। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে তারা। কোনমতে কয়েকজন পুলিশকর্মী তাদের অফিসার কে উদ্ধার করেন । রাতে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেন।

ইতিমধ্যে ধৃত তিন অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বাড়ির আসবাবপত্র, টিভি ও কম্পিউটার জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + six =