নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার ১৬,জানুয়ারি :: শেষ হলো গঙ্গাসাগর মেলা ২০২৫। কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে সমাপ্ত হলো গঙ্গাসাগর মেলা। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী এবছর গঙ্গাসাগর মেলায় এক কোটি দশ লক্ষেরও বেশি মানুষ সমাগম হয়েছে।
মেলা শেষ হতেই বৃহস্পতিবার ঝাড়ু হাতে রাজ্যের মন্ত্রীরা গঙ্গাসাগর সমুদ্র সৈকতের সাফাই অভিযানে নেমে পড়েন । পুণ্যার্থীদের ফেলে দেয়া বর্জ্য আবর্জনা ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন রাজ্যের মন্ত্রীরা। এদিনের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর এছাড়া উপস্থিত ছিলেন
জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা | উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নীলিমা বিশাল মিস্ত্রি, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা সহ একাধিক আধিকারিকেরা।