হিলিতে জাল ভোটার কার্ড ও আধার কার্ড চক্রের হদিস। গ্রেপ্তার চক্রের মুল দুই পান্ডা সহ মোট ৪ জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিলি :: বৃহস্পতিবার ১৬,জানুয়ারি :: হিলিতে জাল ভোটার কার্ড ও আধার কার্ড চক্রের হদিস। গ্রেপ্তার চক্রের মুল দুই পান্ডা সহ মোট ৪ জন। উদ্ধার কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী। হিলির ডুমরন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের ।

পুলিশ জানিয়েছে ধৃত চক্রের মুল দুই পান্ডারা হল কুশ বর্মন ও মিজানুর রহমান। ডুমরন এলাকায় কম্পিউটারের দোকান খুলেই এই জাল কারবার চালাচ্ছিলেন অভিযুক্তরা। বৃহস্পতিবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে হিলি থানার পুলিশ। এদিন একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে হিলিতে গ্রেপ্তার হয় বাংলাদেশের সিরাজগঞ্জের তেলকুপিয়া এলাকার বাসিন্দা আলি মন্ডল। যাকে জিজ্ঞাসাবাদের পরে ভারতীয় এক দালাল কুশ বর্মনের খোঁজ পায় হিলি থানার পুলিশ। যিনি মোটা অংকের টাকার বিনিময় বেশকিছুদিন ধরে লোক পারাপারের কাজে লিপ্ত ।

শুধু তাই নয়, আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশীদের সহযোগিতাও করছিল সে। যাকে পাকড়াও করতেই এই ঘটনার মূল কান্ডারীর খোঁজ পায় হিলি থানার পুলিশ। ডুমরন এলাকা থেকে মিজানুর রহমান নামে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়। যার কম্পিউটারের দোকান থেকেই চলত এই জাল চক্রের কারবার বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 20 =