নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৭,জানুয়ারি :: প্রিয়নাথ ঘোষ লেনে একটি বহু তল আবাসনেই একটি ঘরে বসবাস করতেন দেবাশীষ খাড়া (বয়স পঞ্চান্ন) নামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে।
আজ দুপুরে দেবাশীষ বাবুকে নিজের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তার পরিবারের মানুষরা। দেবাশিস বাবুর পরিবারের মানুষদের বক্তব্য। তারপর দেবাশীষ বাবুকে বাড়ির মানুষেরা গলার দড়ি কেটে নিচে নামিয়ে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে পরীক্ষা করে দেখেন দেবাশীষ বাবুর মৃত্যু হয়েছে।
এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পর দেবাশীষ বাবুর পরিবারের মানুষেদের থেকে জানা যায় তাদের পরিবারে সাংসারিক অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে । আজ দুপুরে সেই অশান্তি চরম পর্যায়ে যায় স্বামী ও স্ত্রীর মধ্যে।
সেই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে দেবাশিস বাবুর পরিবারের লোকেরা তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন , তার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। দেবাশীষবাবু পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
ঘটনাস্থলে চ্যাটার্জি হাট থানার পুলিশ, এসে মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত করে দেখছে আত্মহত্যা না খুন, প্রকৃত ঘটনা কি ঘটেছিল।