নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৭,জানুয়ারি :: রহস্যজনক ভাবে নিখোঁজ এক গৃহবধূ। মেয়ে নিখোঁজের পর থেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিখোঁজ গৃহবধুর বাবা-মা। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বিগত ছয় জানুয়ারি মানিকচক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন নিখোঁজ গৃহবধুর বাবা শেখ নাসিরুউদ্দিন।
এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদার মানিকচকের মথুরাপুর সেখপুরা এলাকায়। জানা গেছে নিখোঁজ গৃহবধুর নাম সাবনাম খাতুন(২১)। আরো জানা গেছে বিগত প্রায় পাঁচ বছর আগে মালদার মানিকচকের লক্ষ্মীপুর মোহনা এলাকায় বিয়ে হয় সাবনামের।
বর্তমানে একটি শিশু কন্যা রয়েছে। এরপর বিগত ৬ জানুয়ারি সাবনামের পরিবারের লোকজন জানতে পারেন তার মেয়ে নিখোঁজ হয়েছে।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন সাবনামের বাবা। তবে প্রায় দশ দিন কেটে গেলেও এখনো খোঁজ পাননি তার মেয়ের। ফলে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজন।