নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শুক্রবার ১৭,জানুয়ারি :: ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হল দুই পুলিশ কর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় । জখম দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য ।
জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামি কে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয়, তবে কি ভাবে গুলি চলল তা এখনো জানা যায়নি। জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় । দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ।