নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: শুক্রবার ১৭,জানুয়ারি :: হুগলির গুড়াপে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৫২ দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়ার পকসো আদালত।
এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী জানান, গত ২৪ নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং।
মেয়ে মাংস খেতে চেয়েছিল তাই ওই শিশুর বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন।বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি।পাড়া-প্রতিবেশীরা খবর পেয়ে এসে শিশুটির খোঁজ শুরু করেন।
এরপর অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল ঘিরে পুলিশ পিকেট বসানো হয়। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
ঘটনার দ্রুত এবং সঠিক তদন্ত করার জন্য পাঁচ সদস্যের সিট গঠন করার নির্দেশ দেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন।
সিটের নেতৃত্বে ছিলেন ডিএসপি ডিঅ্যান্ডটি প্রিয়ব্রত বক্সি। ৯ ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। তারপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।
আজ সেই মামলার রায় দান করেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আগামী ১৭ জানুয়ারি সাজা ঘোষণার দিন ধার্য হয়।