নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: শুক্রবার ১৭,জানুয়ারি :: নতুন বছরের শুরুতেই জনপ্রিয় হয়ে উঠেছে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট প্রযোজিত খাদান সিনেমা । বাংলার প্রতিটা সিনেমা হলে উপচে পড়ছে দেব ভক্তদের ভিড়, কারণ সিনেমায় দেব যিশুর জুটির যে অভিনয় তা কিন্তু মন কেড়েছে প্রতিটা সিনেমা প্রেমীদের ।
বর্তমানে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় প্রতিটা সিনেমা হল বন্ধের পথে বলা যায়, সেখানে আবার নতুন করে আশার আলো দেখছে হল মালিকরা কারণ এই খাদান সিনেমা মানুষের মনের মধ্যে একটা নতুন সাড়া সৃষ্টি করেছে, তাই সিনেমা হলেই মানুষের ভিড় জমতে শুরু করেছে।
পাঁশকুড়ার চারুলতা সিনেমা হলে প্রায় চার সপ্তাহ ধরে চলছে খাদান সিনেমা, আর তাতে কিছুটা হলেও সাড়া পাচ্ছে হল মালিকরা। এদিন খাদান সিনেমার প্রমো দেখতে, চারুলতা সিনেমা হলে স্বয়ং হাজির খাদান সিনেমার অন্যতম নায়ক দেব সহ সিনেমার বেশ কয়েকজন।
দেবকে কাছে পেয়ে উৎসাহে উচ্ছ্বাসে কেঁপে উঠল গোটা হল। এমনকি হলের বাইরেও অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। কারণ খাদান সিনেমার অন্যতম নায়ক দেব স্বয়ং হাজির সিনেমা হলে।