নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শুক্রবার ১৭,জানুয়ারি :: পাচারের আগেই আটক করা হল অবৈধ কয়লা বোঝাই ভ্যান। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রে দুবরাজপুর থেকে হেতমপুর যাওয়ার রাস্তায় রাজবাড়ির কাছে দুবরাজপুর থানার পুলিশ ধাওয়া করে কয়লা বোঝাই ভ্যানটিকে আটক করে।
ঐ ভ্যানে প্রায় ১০ ক্যুইন্টাল কয়লা ছিল। পুলিশ সূত্রে আরও জানা যায়, কয়লা বোঝাই ভ্যানটি খয়রাশোল থেকে ছানুচ গ্রামের দিকে যাচ্ছিল। তখনই আটক করা ভ্যানটিকে। গ্রেপ্তার করা হয় ভ্যান চালক সেখ নজরুলকে। আজ তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হয়। কে কে এই কয়লা পাচারের সাথে যুক্ত তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।