নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ১৭,জানুয়ারি :: বাঁকুড়া থেকে দামোদর নদ পার করে কাঁকসার জঙ্গলে ঢুকলো দুটি হাতি।এলাকায় হাতি ঢোকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকাল থেকে।বুধবার রাতে হাতি দুটি দামোদর নদ পার করে ঢোকে কাঁকসার রাজবাঁধ এলাকায়।
সেখান থেকে ভোর বেলায় জাতীয় সড়ক পার করে ঢোকে গোপালপুরে।এর পর কাঁকসার গোপালপুর হয়ে সারেঙ্গার জঙ্গলে ঢোকে।সারা দিন সেখানেই তারা অবস্থান করে।যেহেতু এলাকার সমস্ত মাঠ থেকে ফসল তুলে নেওয়া হয়েছিলো তাই ফসলের কোথাও কোনো ক্ষয় ক্ষতি হয় নি ।
ভোর থেকেই ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকরা। তারা হাতি দুটির উপর নজর রাখে।ও গোটা জঙ্গল ঘিরে রাখে।
বাঁকুড়া সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫টি হুল্লা পার্টিকে আনা হয়েছে যারা হাতি তাড়াতে পারদর্শী।দিনের বেলায় তাদের সরানো না গেলেও সন্ধ্যা নামলেই হুল্লা পার্টি দিয়ে হাতি দুটিকে ফের দামোদর পার করে বাঁকুড়ায় ফেরৎ পাঠানো হবে। কারণ হাতি যে পথ ধরে আসে সেই পথ ধরেই তারা ফেরৎ যায়।