সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৮,জানুয়ারি :: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সাফল্য। প্রসঙ্গত জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ। দুইজন মহিলা সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল পুলিশের নজরে আসে। দুই মহিলাকে আটক করে পুলিশ , এরপর তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ ব্রাউন সুগার। ওই দুইজন মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম শাহীনা বেগম ও গুলাবসানা খাতুন। তারা দুজনেই মাটি গাড়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্র মারফত খবর মিলেছে, তাদের দুই মহিলার কাছ থেকে ৯০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা। উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদা থেকে নিয়ে আসা হয়েছিল , শিলিগুড়িতে পাচারের ছক ছিল পাচারকারীদের।
তবে এই ঘটনা সাথে কে অথবা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে । ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ।