নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া:: শনিবার ১৮,জানুয়ারি :: হাওড়ার আমতা থানা এলাকার দেওড়ায় এক অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে গেল পরপর তিনটি দোকান। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এলাকার পাম্প মেশিন চলায় স্থানীয় বাসিন্দারা প্রথমেই আগুন নেভানোর চেষ্টা করে
এর ফলে বড়সড়ো অগ্নিকাণ্ড থেকে রেহাই মিলেছে বলে অভিমত এলাকাবাসীর। দমকল সূত্রে জানা গিয়েছে বাগনান আমতা রোডের দেওড়ায় এই অগ্নিকাণ্ড ঘটে, তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
অন্যদিকে হাওড়া শহরের একটি বহুতলের মিটার বক্সে আগুন লাগায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে মধ্য হাওড়ার একচল্লিশ নম্বর চারুচন্দ্র সিংহ লেনে একটি বহু তলের মিটার বক্সে আগুন লাগে । এর ফলে ওই বহুতল আবাসনের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের একটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।