নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৮,জানুয়ারি :: কঠিন বাধা পেরিয়ে সপ্তসিন্ধু জয় এবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন পূর্ব বর্ধমান তথা বাংলার গর্ব সাঁতারু সায়নী দাস। আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন। কঠিন বাধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চসিন্ধু। এবার নতুন সম্মান পেতে চলেছেন সেই সায়নী দাস।
জাতীয় পুরস্কার তুলে দেওয়া হলো কালনার এই সাঁতারুর হাতে। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পেল বাংলার মেয়ে সায়নী। ১৭ই জানুয়ারি তাঁর হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ।
সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল পার হন। ইতিপূর্বে সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন।
এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। পরের লক্ষ্য জিব্রালটার চ্যানেল।সায়নীর এই সাফল্য গর্বিত তার মা সহ গোটা বাংলা।