নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৮,জানুয়ারি :: নামো সাগর ভাঙ্গা এলাকার জয় বালাজি ইন্ডাস্ট্রি, কারখানা কর্মীদেরকে হটাতই কর্মবিরতিতে ফেলে দেন ফলে মাথায় হাত পড়ে ১২৩ টি পরিবারের ওপর ।পাশে দাঁড়াতে ছুটে আসে সিটু একই সাথে যে সমস্ত শ্রমিকদের পিএফ ও ই এস আই বলবত করা হয়নি তাদেরও পাশে দাঁড়িয়েছে সিটু ।
সকালবেলায় নামো সাগর ভাঙ্গা বালাজি চার নম্বর গেটে কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে তাদের বিক্ষোভ সমাবেশ দেখাতে থাকেন তাদের এই বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাক্তন এমএলএ বংশ গোপাল চৌধুরী। শ্রমিকদের সমর্থনে বংশগোপাল চৌধুরী, তার বক্তব্যে বলেন শ্রমিকদের ন্যায্য পাওনা গন্ডা আমরা বুঝে নেব।
২২ তারিখে শ্রম কমিশনের সাথে মিটিং এর পরবর্তীতে তারা তাদের আগামী কর্মসূচি জানাবেন প্রয়োজনে তারাই কারখানা মালিকদের যে দাসপ্রথা, তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।