সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৮,জানুয়ারি :: শিলিগুড়ির কলেজ মাঠে শুরু হল খাদ্য মেলা। শিলিগুড়ি পুরো নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা আয়োজিত এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। এদিন থেকে এই খাদ্য মেলার সূচনা হয়,আগামী রবিবার পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এদিন বিকালে খাদ্য মেলার সূচনা হয়। মোট তিন দিন ধরে অনুষ্ঠিত হবে, রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল। কোথাও রয়েছে মোমো, কোথাও আবার ফুচকা, এ ছাড়া পোলাও, বিভিন্ন রকমের চপ সহ লোভনীয় খাবারের সম্ভার এই খাদ্য মেলা।
এই প্রসঙ্গে যারা স্টল নিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন আজ এই খাদ্য মেলার সূচনা হয়েছে চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রথম দিন মোটামুটি ভালই বিক্রি হচ্ছে, আশা রাখছেন মেলার প্রত্যেকদিন ভালো বিক্রি হবে।
পৌষ মাস শেষ মাঘ মাস পড়ে গিয়েছে, জমজমাট ঠান্ডা তার মধ্যেই জমে উঠেছে এই খাদ্য মেলা। দেখা গেল অনেকেই এসে তাদের পছন্দমত খাবার খাচ্ছেন।